এবার বড় আসামি কোনোও মানুষ নয়। অবলা প্রানী ছাগল,গাছ খাওয়ার অপরাধে পুলিশ দুটি ছাগলকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে
তেলঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদ শহর।
সেখানকার পুলিশ ‘গ্রেফতার’ করেছে দু’টি ছাগলকে। ‘তেলঙ্গানাকু হরিতা হারাম’ প্রকল্পে লাগানো গাছের চারা খেয়ে নিয়েছে ওই দুই ছাগল। সেই অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। এরপর এক হাজার টাকা জরিমানা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় ওই ছাগল দু’টিকে তার মালিকের কাছে।
‘সেভ দ্য ট্রিজ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হুজুরাবাদ পৌরসভা এলাকায় ৯৮০ গাছের চারা লাগিয়েছিল। অভিযোগ, তার মধ্যে প্রায় ২৫০ গাছ খেয়ে ফেলেছে ওই দু’টি ছাগল। ওই ছাগল দু’টি বেশ কিছুদিন ধরেই এই কাজ করে বেড়াচ্ছিল। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিল ওই স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সেই চারা গাছ খাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত ওই দুই ছাগল।
এর পর থানায় ডেকে পাঠানো হয় ওই দুই ছাগলের পালক রাজাইয়াকে। এক হাজার জরিমানা দিয়ে তিনি ছাড়িয়ে নিয়ে যান নিজের পোষ্যদের।
click and follow Indiaherald WhatsApp channel