নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সবর হয়েছে গোটা দেশের নাগরিক একের পর এক রাজ্য এই আইনের বিরোধিতা করতে শুরু করেছে। ইতিমধ্যেই এই আইনের বিরোধিতা করে প্রতিবাদে নেমেছিল উত্তরপ্রদেশের নাগরিক। আন্দোলন কারীদের হিংসার ঘটনায় পুলিশের কার্যকলাপ নিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল এলাহাবাদ হাইকোর্ট।
আন্দোলনের সময় প্রতিবাদ ও তার দমনে পুলিশের ভূমিকায় নিয়ে সাতটি পিটিশন জমা পড়েছে। প্রসঙ্গত, কুড়ি জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন ওই সংঘর্ষে। বেশির ভাগ ক্ষেত্রেই প্রতিবাদীদের মৃত্যু হয়েছিল গুলিবিদ্ধ হয়ে। পুলিশ একটি ঘটনা ছাড়া বাকি ক্ষেত্রে গুলি চালানোর কথা স্বীকার করেনি।
আজ এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে জানতে চায়, পুলিশ অথবা সরকারি কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদীদের উপরে চড়াও হওয়ার ক'টি অভিযোগ জমা পড়েছে। আদালত সরকারের কাছ থেকে এটাও জানতে চায়, যে সংঘর্ষে মৃতদের পরিবারকে মৃতদের ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে কিনা। আদালতের পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি।
click and follow Indiaherald WhatsApp channel