বুধবার সন্ধ্যেবেলা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী নিহত কৃষক পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। যাবতীয় সাহায্যের আশ্বাস দেন কংগ্রেস নেতারা। দিনভর টানাপোড়েনের পর শেষপর্যন্ত লখিমপুর খিরিতে যাওয়ার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাহল এবং প্রিয়াঙ্কা গান্ধি ছাড়াও কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি, কে সি বেণুগোপাল, রণদীপ সুরজেওয়ালা এবং দিপেন্দর হুডা৷ প্রায় ৩০ ঘণ্টা আটকে রাখার পর বুধবার ছাড়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকেও। রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ মোট পাঁচ জন কংগ্রেস নেতাকে লখিমপুর যাওয়ার অনুমতি দেয় যোগী প্রশাসন৷ দুই ভাইবোন প্রথমে গিয়েছিলেন পালিয়া যেখানে তারা লাভপ্রীত সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা শেয়ার করা ছবিতে গান্ধী ভাই-বোনের পালিয়া তেহসিলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়। নিহত কৃষকের বাবা-মাকে সাহায্যের আশ্বাস দিয়ে জড়িয়েও ধরেন তাঁদের।

প্রসঙ্গত, গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর গাড়ির ধাক্কায় লখিমপুরে চার কৃষকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল উত্তরপ্রদেশ-সহ গোটা দেশের রাজনীতি। ঘটনার তদন্ত নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির ধাক্কার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে গিয়েছে। এরই মধ্যে লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার ওই মামলা শুনবেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানা।

మరింత సమాచారం తెలుసుకోండి: