মাঝে মাত্র কয়েকদিন। তার পরেই বাঙালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবের জন্য রাজ্য সরকারের ঘোষণামতো পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার কাজ শুরু হয়েছে জেলায় জেলায়। ইসলামাবাদ জেলা পুলিশের উদ্যোগেও শুরু হল সেই কাজ। বৃহস্পতিবার ইসলামাবাদ জেলা পুলিশের আওতায় থাকা চাকুলিয়া থানার অন্তর্গত ৪৬ টি পুজো কমিটির হাতে প্রথম দফায় সরকারো ঘোষণা মতো অনুদানের চেক তুলে দেওয়া হয়। এদিনের এই চেক বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, জেলা পুলিশ সুপার সচিন মক্কর, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, এসডিপিও সোমনাথ ঝা প্রমুখ। উল্লেখ্য, গোটা জেলায় ৬ টি মহিলা পরিচালিত পুজো সহ মোট ৩৩২ টি পুজো হয়। সরকারী ঘোষণা অনুযায়ী মহিলা পরিচালিত পুজো গুলি ৩০০০০ টাকা ও বাকি গুলি ২৫০০০ টাকা করে অনুদান পাবে। ইসলামাবাদ জেলা পুলিশ সুপার সচিন মক্কর জানান, “আমরা চেক বিতরণ শুরু করলাম। ধীরে ধীরে সব পুজো কমিটির হাতেই এই চেক তুলে দেওয়া হবে।”

Find out more: