অন্যদিকে, বি-টাউনে আবারও করোনার হানা। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলি অভিনেত্রী তামান্না ভাটিয়া। সূত্রের খবর, দিন কয়েক আগে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন তামান্না। সূত্রের খবর, দিন কয়েক আগে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন তামান্না। দিন কয়েক শুটিং করার পর সেখানেই তাঁর করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি পরীক্ষা করান। এর পরেই রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসা চলছে। প্রসঙ্গত মাত্র এক মাস আগেই, তামান্নার বাবা এবং মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে কথা নিজেই টুইটে জানিয়েছিলেন তিনি। সে সময় যদিও তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
click and follow Indiaherald WhatsApp channel