তিনি শাহরুখ খান। বলিউড বাদশা। কার এতো বড় সাহস যে তাঁকে পুলের জলে ঠেলে ফেলে দেয়? না, আসল খবর হলো ২০০ সালে শাহরুখ খান আর গৌরী কীভাবে হোলি সেলিব্রেট করতেন সেই পুরনো একটি ভিডিয়ো প্রকাশ করলেন বলিউড পরিচালক সুভাষ ঘাই। যেখানে শাহরুখ খান, গৌরী খানদের দেখা যায় হোলির উতসবে ধামাকা করতে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হোলির পার্টিতে কখনও শাহরুখ খানকে ঠেলে পুলের জলে ফেলে দেওয়া হচ্ছে।
click and follow Indiaherald WhatsApp channel