এক জন বলিউড বাদশা আর এক জন সুপার স্টার। শাহরুখ খান এবং রণবীর কাপুর। দু’জনকে এক সঙ্গে এক মঞ্চে দেখা সত্যিই দর্শকদের কাছে বাড়তি পাওনা। ভুডিয়োটি বেশ পুরনো হলেও নতুন করে সোশ্যাল মুডিয়ায় তা ভাইরাল হয়েছে। এবং সেই ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত দর্শকরা।
রেশ - সিনেমার জারা জারা টাচ মি টাচ মি গানে পোল ডান্স করেন শাহরুখ খান ও রণবীর কাপুর। দর্শকাসনে উপস্থিত ছিলেন করিনা কাপুর কান, দীপিকা পাডুকন, রবিনা ট্যান্ডন এবং জাভেদ আখতার, রেখার মতো ব্যক্তিত্ব।
উল্লেখ্য, এই গানটিতে সিনেমায় ক্যাটরিনা কাইফের নাচ দর্শক হৃদয়ে আলাদা করে জায়গা করে নেয়।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো -
click and follow Indiaherald WhatsApp channel