মধুর বদলা। ওয়ান ডে সিরিজ হারের পরপর দু'টি ম্যাচ জিতে টি২০ সিরিজ জিতে নিলো। ওডিআই সিরিজে ১-২ ব্যবধানে হারতে হয়েছিল। এই সিডনিতেই ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচ হারে বিরাট কোহলিরা। সেই মাঠেই দ্বিতীয় টি-২০ মহারণ জিতে কোহলি অ্যান্ড কোম্পানি ওডিআইয়ের সিরিজ হারের বদলা নিলো। এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। বিরাট কোহালির দল ২ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল।

একইসঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-০ ফলে দখল করলেন কোহালি-বাহিনী। যা হয়ে উঠল ওয়ানডে সিরিজ হারার বদলা। সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার সিডনিতেই।  টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১৯৪ রান। জবাবে ১৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত (১৯৫-৪)। ম্যাচের সেরা হার্দিক। ১৯.৪ ওভার: শেষ ওভারে স্যামসের প্রথম বলে এল ২। দ্বিতীয় বলে হার্দিক মারলেন ৬। শেষ ৪ বলে দরকার ৬ রান। পরের বলে রান এল না। চতুর্থ বলে ছয় মেরে জেতালেন হার্দিক (২২ বলে নট আউট ৪৪)।  

మరింత సమాచారం తెలుసుకోండి: