২৭ ডিসেম্বর একই দিনে মা হচ্ছেন করিনা কাপুর খান এবং কিয়ারা আদবানির। না,
ঘাবড়ানোর কিছু নেই। যা পড়ছেন ঠিকই পড়ছেন তবে সেটা রিয়েল লাইফে নয়, রিল লাইফে। অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, করিনা কাপুর খান, কিয়ারা আডবাণীর
নতুন ছবি 'গুডনিউজ'-এর পোস্টারে
এভাবেই দেখা যাচ্ছে চার তারকাকে। ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে
শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, ''সুখবরের মাঝে আমি চেপে গিয়েছি। আপনাদের সকলের জন্য এই সুখবর
আসছে খ্রিস্টমাসের ছুটিতে।''
click and follow Indiaherald WhatsApp channel