তাঁর অভিনয় ক্ষমতা এবং অনস্ক্রিন এক্সপ্রেসন দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। শুধুমাত্র তাই নয়, বরাবর চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ‘বাধাই হো’-মতো ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, এতক্ষণ কথা অভিনেত্রী নীনা গুপ্তাকে নিয়েই। বয়স ষাটোর্ধ্ব হলেও ফ্রক পরতে তিনি বরাবরই ভালবাসেন। সম্প্রতি নিজের ফ্রক পরা একটা ছবি পোস্ট করে কিছুটা মসকরা করে এমন কথাই লিখেছেন নীনা।
নিজের ইনস্টা হ্যান্ডেলে ফ্রক পরা ছবি পোস্ট করে রসিক নীনার ক্যাপশান 'ফ্রক কা শখ'। ছবিটি যিনি তুলেছেন, ক্যাপশানে তাঁর নাম দিতেও ভোলেননি নীনা। অভিনেত্রীর এই ছবিটি তুলেছেন তাঁর সহ অভিনেতা গজরাজ। তাঁকে আবার 'স্যার' সম্বোধন করেছেন নীনা। দেখুন সেই ছবি -
click and follow Indiaherald WhatsApp channel