ওয়ান ডে সিরিজ হারের পর ফের টেস্ট সিরিজে হার। সেই সঙ্গে একবারেই খারপ সিরিজ গেল ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য। তাঁর ব্যাট থেকে রান আসেনি। পাশাপশি ঋদ্ধিমান সাহাকে না খেলিয়ে কেন ঋষভ পন্থকে খেলানো হলো সেটাও চর্চার বিষয়। যদিও অধিনায়ক নিজেই পন্থের পাশে দাঁড়িয়েছেন। পন্থের পাশে দাঁড়িয়ে কোহালি বলছেন, ‘‘দল হিসেবে আমরা ভাল পারফরম্যান্স করতে পারিনি। এটা আমাদের স্বীকার করে নিতেই হবে। আলাদা করে কাউকে ব্যর্থ বলা ঠিক নয়। দল হিসেবে আমরা যে ভাল খেলতে পারিনি, তা মেনে নেওয়াই উচিত।’’
click and follow Indiaherald WhatsApp channel