দিদির সুপার হিট গানে জমিয়ে নাচলেন বোন করিণা কাপুর খান। আই সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘মুঝকো হুই না খবর' আর সেই গানের সঙ্গে জমিয়ে নাচছেন করিশ্মা কাপুর। পরে 'বীর দি ওয়েডিং'-এর জনপ্রিয় 'তারিফে' গানে কোমর দোলালেন বোন করিনা কাপুর খান। সম্প্রতি, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে পিসতুতো ভাই আরমান জৈন (রাজ কাপুরের মেয়ে রিমা জৈনের ছেলে) রিসেপশনের 'কাপুর সিস্টার্স'-দের এই নাচের ভিডিয়ো।
click and follow Indiaherald WhatsApp channel