করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এক ভিডিয়ো ভাইরাল। মেট গালার লাল গালিচায় হাজির হওয়ার আগে সাজগোজ শেষ করে ওয়াইনে চুুমুক দিতে দেখা যায় দীপিকাকে। বলিউড অভিনেত্রীর সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। এবার পার্টির মধ্যে একসঙ্গে নাচতে শুরু করলেন শাহরুখ খান এবং কাজল। সলমন খান এবং সোনম কাপুরের প্রেম রতন ধন পায়ো-র ধুনে নাচতে শুরু করেন শাহরুখ-কাজল। বলিউডের দুই তারকার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। রোহিত শেঠির সিনেমা দিলওয়ালের শ্যুটিংয়ের সময় শাহরুখ-কাজল এবং বরুণ ধাওয়ান-কৃতি শ্যাননকে পার্টি করতে দেখা যায়। ওই পার্টিতেই প্রেম রতন ধন পায়োর ধুনে নাচতে দেখা যায় অনস্ক্রিন সেলেব জুটিকে।
click and follow Indiaherald WhatsApp channel