বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলায় গত কাল রিয়াকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এ দিন দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আসার আগে রিয়া সিবিআইকে জানান, তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে সাংবাদিকদের ভিড়ের জন্য বেরোতে পারছেন না। ফলে পৌঁছতে সময় লাগবে। তিনি মুম্বই পুলিশের সাহায্য চান। সিবিআইও পুলিশকে রিয়ার সুরক্ষার ব্যবস্থা করতে অনুরোধ করে।  এর পরে দেড়টা নাগাদ রিয়া  ডিআরডিও গেস্টহাউসে পৌঁছন। সঙ্গে ছিল মুম্বই পুলিশের এসকর্ট ভ্যান। এ দিন প্রায় সাত ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

మరింత సమాచారం తెలుసుకోండి: