বিরাট কোহলি কি কখনও মাস্টার ব্লাস্টার্সকে এই রেকর্ডের লড়াই-এ টপকাতে পারবেন? বাইশ গজের কিং কোহলিকে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি বিশ্বাস করেন যে কোহলি এখনও সচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন। আইসিসির রিভিউতে পন্টিং বলেছিলেন যে ‘আপনি যদি আমাকে তিন বছর আগে জিজ্ঞাসা করতেন, আমি হ্যাঁ বলতাম। কিন্তু ঘটনা হল সে (কোহলি) গতি কমিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি এখনও মনে করি এটি তার পক্ষে করা সম্ভব, এতে কোন সন্দেহ নেই।’ রিকি পন্টিং আরও বলেন, ‘এখনও আমার মনে হয় তাঁর হাতে কয়েক বছর আছে। যদিও ৩০ সেঞ্চুরিও অনেক। হয়তো আগামী তিন বা চার বছরের জন্য বছরে পাঁচ বা ছয়টি টেস্ট সেঞ্চুরি। এ ছাড়া ওয়ানডেতে যদি ২-৩টি সেঞ্চুরি আর কিছু টি-টোয়েন্টিতে আসে তাহলে তা সম্ভব। আমি কখনই অসম্ভব বলব না কারণ একবার সে তার ভূমিকায় চলে গেলে এটি দেখায় যে সে রানের জন্য কতটা ক্ষুধার্ত এবং সেজন্য আমি কখনই বলব না যে এটা হবে না।’

অন্যদিকে, ভারতীয় দলের একাধিক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। অবশ্যই সেই তালিকায় বিরাট কোহলি (Virat Kohli) ও হার্দিক পাণ্ডিয়াও (Hardik Pandya) রয়েছেন। টি-২০ বিশ্বকাপের আগে ফাইনাল টাচ-আপ দেওয়ার জন্য ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলবে। অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। মঙ্গলবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। মাঠে নামার আগে বিরাট-হার্দিকরা ইনস্টাগ্রামে রিল মাতানো গানে নাচলেন। রবিবার অর্থাৎ আজ হার্দিক সেই ভিডিয়ো ইনস্টায় আপলোড করলেন। ভিডিয়ো পোস্ট করার এক ঘণ্টার মধ্যে ১৭ লক্ষের ওপর মানুষ দেখে ফেলেছেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: