কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করে ফের কেন্দ্রসরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ‘বিশ্ব মানবিকতা দিবস’ উপলক্ষে টুইট করলেন তিনি। সেখানেই জম্মু-কাশ্মীর প্রসঙ্গে বিঁধলেন কেন্দ্রকে। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরি ভাবে লঙ্ঘন করা হচ্ছে— লিখলেন মমতা। তাঁর টুইটের তীব্র নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব।স্বপন দাসগুপ্ত প্রশ্ন তুলেছেন কাশ্মীরকে কি সম্পূর্ণ রূপে ভারতের অংশ হিসেবে দেখতে চান না মমতা?

এইদিন সকাল ৭ টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন যে  ‘‘আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরি ভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।’’

টুইটের দ্বিতীয় অংশে তিনি লিখেছেন, ‘‘মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের অত্যন্ত কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন এবং লক-আপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।’’

মমতার এই টুইটের তীব্র নিন্দা করে স্বপন দাসগুপ্ত বলেন ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলতে চাইছেন, সেটা একটু স্পষ্ট করে বললে ভাল হয়। উনি কি কাশ্মীরকে পুরোপুরি ভারতের অঙ্গ হিসেবে দেখতে চান না? যদি না চান, তা হলে স্পষ্ট করে বলে দিন। সবারই বুঝতে সুবিধা হবে যে, তিনি ঠিক কী চাইছেন।’’

বিজেপির দাবী মমতার বার্তা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মিলে যাচ্ছে। মমতার এই ধরনের মন্তব্য শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতির কথা মাথায় রেখে— বলছেন রাজ্য বিজেপির নেতারা। অত্যন্ত দায়িত্বশীল একটি সাংবিধানিক পদে থাকা একজন ভারতীয় রাজনীতিক যখন কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সুরে কথা বলেন, তখন আন্তর্জাতিক মহলের কাছে কী বার্তা যায়? প্রশ্ন তুলছে বিজেপি।

 

 

 

 


మరింత సమాచారం తెలుసుకోండి: