40 দিন শুনানির পর অযোধ্যা মামলার রায় ঘোষণা করল দেশের
সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রাম
মন্দির। তবে অযোধ্যাতেই মসজিদ বানানোর জন্য আলাদা ৫ একর জমি দিতে হবে।
# এই ট্রাস্ট তৈরির জন্য কেন্দ্রকে এগিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে
# অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য 3 মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করতে হবে
# মসজিদ বানানোর জন্য মুসলিম পক্ষকে 5 একর বিকল্প জমি দিতে হবে
# শর্ত সাপেক্ষে এই জমি হিন্দুদের হাতে দেওয়া হোক
# মুসলিমদের জন্য বিকল্প জমির ব্যবস্থা হবে
# জমির মালিকানার পক্ষে প্রমাণ দেখাতে পারেনি সুন্নি ওয়াকফ বোর্ড
# যে কাঠামো ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল তা মসজিদ নয়। তবে তা যে মন্দির ছিল তাও নির্দিষ্ট ভাবে বলা যায় না। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার খননের ফলে যে সব জিনিসপত্র পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট, সেগুলি নন ইসলামিক। তবে এএসআই এ কথা বলেনি, যে তার নীচে মন্দিরই ছিল
# বাবরি মসজিদ খালি জায়গায় ওপর তৈরি হয়নি
# ধর্মবিশ্বাসের ওপর ভিত্তি করে আদালত রায় দিতে পারে না।
# রাম যে অযোধ্যায় জন্মেছিলেন হিন্দুদের এই বিশ্বাসের ওপর প্রশ্ন তোলা যায় না।
# জমির দখল নিয়ে সুন্নি ওয়াকফ বোর্ড যে দাবি করছে, তার যথাযথ প্রমাণ দিতে পারেনি।
# 1992 সালে মসজিদ যে ভাঙা হয়েছে, তা আইনবিরুদ্ধ
# অযোধ্যায় রামের জন্ম নিয়ে হিন্দুদের বিশ্বাস অনস্বীকার্য।
# 1856-57 সালের মধ্যে যে নথি মিলেছে, হিন্দুদের পুজো করাতে কোনও বাধাদান দেওয়া হয়নি।
click and follow Indiaherald WhatsApp channel