''প্রধানমন্ত্রী যদি বলেন আমার পা ধরো বাংলার মানুষদের সহযোগিতা করব। তাও আমি করতে রাজি। কিন্তু আমাকে অপমানিত করবেন না।'' নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল যেভাবে তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগ করা হয়েছে, তাও সঠিক নয় বলে দাবি করলেন তিনি। শনিবার সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের কাছে প্রাথমিক ভাবে ওই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনার পথ খুলে রেখেই মুখ্যসচিবের বদলির চিঠি ফিরিয়ে নেওয়ার আর্জি জানান মমতা। কিন্তু পাশাপাশিই কলাইকুন্ডায় প্রধানমন্ত্র্রী মোদীর পর্যালোচনা বৈঠক এবং আলাপনের বদলি-চিঠি প্রসঙ্গে কেন্দ্রকে কার্যত খোঁচাও দিয়েছেন মমতা। 

বস্তুত, একটা সময়ে তিনি এমনও বলেন, ‘‘মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ!’’ পরক্ষণেই অবশ্য বলেন, ‘‘আমি বাঙালি-অবাঙালি করতে চাই না।’’ তবে ওই আর্জির পাশাপাশিই মমতা বলেছেন, ‘‘আমাকে, মুখ্যসচিবকে এবং রাজ্য সরকারকে অপমান করা হয়েছে। এটা হচ্ছে স্রেফ রাজনীতি করার জন্য। আপনারা ভোটে হেরে প্রতিহিংসার রাজনীতি করছেন।’’

পাশাপাশি, বিজেপি হার হজম করতে পারছে না বলেই তাঁর সরকারকে বিরক্ত করছে বলে দাবি করেন মমতা (Mamata Banerjee)। বলেন,''প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি সম্মান করি। আপনারা হার হজম করতে পারছেন না। প্রথম দিন থেকে সংঘাতে জড়াচ্ছেন। আপনি খালি আমাকে বিব্রত করছেন না, মুখ্যসচিবকেও করছেন। কেন আপনি এই ধরনের ব্যবহার করছেন? আমরা বিশাল জয় পেয়েছি বলে! জনাদেশ স্বীকার করে নিন।''

మరింత సమాచారం తెలుసుకోండి: