মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম বাষির্কী যথাযথযোগ্য মর্যাদায় দেশজুড়ে আজ পালন করল জাতীয় কংগ্রেস । দেশের প্রতিটি ব্লকে কংগ্রেস দল এই দিনটি পালন করে। বুধবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজির সমাধিস্থল রাজঘাটে এক ভাব-গম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিজেপি ও আরএসএসকে তীব্র ভাষায় আক্রমণ করেন । তিনি  বলেন , মিথ্যার রাজনীতিকে যারা প্রশ্রয় দেয়, তাদের পক্ষে মহাত্মা গান্ধীর আদর্শ বোঝা সম্ভব নয় ।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আরও বলেন, ‘‘গত কয়েক বছর ধরে ভারতে যা ঘটছে, তা দেখলে অত্যন্ত ব্যথিত হতেন মহাত্মা। মিথ্যার রাজনীতিকে যারা প্রশ্রয় দেন, তাঁদের পক্ষে গান্ধীর অহিংস দর্শন বোঝা সম্ভব নয়। যাঁরা নিজেদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, তারা গান্ধীর আত্মত্যাগ বুঝবেন কী করে?’’
বিজেপি দেশের শাসনব্যবস্থায় গৈরিকীকরণের প্রচেষ্টা চালাচ্ছে বলে আগেও একাধিক বার অভিযোগ তুলেছে কংগ্রেস। এ দিন একই সুর ধরা পড়ে সোনিয়ার গলায়। তিনি বলেন, ‘‘ভারত এবং গান্ধী একে অপরের সমার্থক। কিন্তু কিছু মানুষ চান, আরএসএস এবং ভারত একে অপরের সমার্থক হয়ে উঠুক।’’
এ দিন রাজঘাটের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনিও। প্রিয়ঙ্কা বলেন, ‘‘সত্যের পথ অনুসরণ করতে বলেছিলেন গান্ধীজি। বিজেপি আগে তা করে দেখাক, তার পর না হয় মহাত্মা গাঁন্ধীকে নিয়ে কথা বলবে।’’
রাজঘাটে সভা সেরে এ দিন সংসদভবনের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্য রাজনীতিকদের সঙ্গে মহাত্মা গাঁধীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন সোনিয়া গাধী। দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের দফতর থেকে রাজঘাট পর্যন্ত পদযাত্রা করেন রাহুল গান্ধী।


మరింత సమాచారం తెలుసుకోండి: