নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হন মমতা। রাতেই তাঁকে কলকাতায় আনা হয়। বুধবার রাত থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা তথাগত, শমীক, লকেট। কিন্তু দেখা না পেয়ে তাঁরা হাসপাতাল থেকে কিছু ক্ষণের মধ্যে ফিরে আসেন। লকেট বলেন, ‘‘আমি ডেরেক ও’ব্রায়েনের কাছ থেকে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর নিই। উনি বলেছেন এখন দেখা করা যাবে না। তাই দেখা করতে পারিনি। আমি চাই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’’ প্রসহ্গত, বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আহত হন মমতা। সেখান থেকে তাঁকে সরাসরি কলকাতায় নিয়ে আসা হয়। রাতে তাঁর পায়ে প্রাথমিক ভাবে প্লাস্টার করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর গোড়ালিতে ব্যথা রয়েছে। তাঁর হাড়ে চোট লেগেছে। পাশাপাশি শরীরে সোডিয়ামের মাত্রা কম রয়েছে।

অন্যদিকে, এদিন SSKM-এর বেড থেকে মুখ্যমন্ত্রী ভিডিয়ো বার্তায় বলেন, "আমার হাড়ে চোট আছে। লিগামেন্টে চোট আছে। মাথায় খুব জোরে কাল লেগেছিল। বনেটের উপর দাঁড়িয়ে আমি নমস্কার করছিলাম। তখনই জোরে চাপ আসে। তাতে পুরো গাড়িটা আমার পায়ের উপর চেপে যায়... সবার কাছে অনুরোধ করব সকলে শান্তিতে থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। আশা করি ২-৩ দিনের মধ্যে ফিল্ডে ফিরতে পারব। পায়ে চোট থাকলেও ম্যানেজ করে নেব। মিটিং বাদ দেব না। হয়তো কিছুদিন হুইলচেয়ারে ঘুরতে হবে।"


Find out more: