বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। তার আগে দু’টি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ গিয়েছে ভারত ‘এ’। সেই দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। বাংলার অধিনায়কের নেতৃত্বে খেলছেন সরফরাজ খান, তিলক বর্মারা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ ভারতীয় দলের পেস সামলাতে পারেনি। নবদীপ তিনটি উইকেট নেন। বাংলার পেসার মুকেশ নেন দু’টি উইকেট। শেষ বেলায় বাংলাদেশ দলকে চাপে ফেলে দেন সৌরভ। উত্তরপ্রদেশের বাঁহাতি স্পিনারকেই ভারতের টেস্ট দলে নেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজার বদলে। একটি উইকেট নেন অতীত শেঠ। কোনও উইকেট পাননি জয়ন্ত যাদব। মোসাদ্দেক ৬৩ রান করেন। বাকি ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত (১৯) এবং তাইজুল ইসলাম (১২) ছাড়া আর কেউ দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। শূন্য রান করেন জাকির হোসেন, মহম্মদ মিঠুন, রহমান রাজা এবং খালেদ আহমেদ।

অন্যদিকে, ২১ বছরের রিয়াল মাদ্রিদের (Real Madrid) ফরোয়ার্ড রডরিগো (Rodrygo) এই প্রথম বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলছেন। ব্রাজিল ১-০ গোলে সুইৎজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় চলে গিয়েছে। আর এই ম্যাচে রডরিগো খেলেছেন দ্বিতীয়ার্ধে। লুকাস পাকেতার বদলে তিতে নামান তাঁকে। ম্যাচের পর রডরিগোর সাক্ষাৎকার নিয়েছিলেন রোনাল্ডো নাজারিও (Ronaldo Nazario)। দু'বারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ব্রাজিলিয়ান সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন। রডরিগোর সঙ্গে গল্পের ছলেই সাক্ষাৎকার নিচ্ছিলেন রোনাল্ডো। আর সাক্ষাৎকারের ঠিক শেষ মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রডরিগো (Rodrygo)। রোনাল্ডোর পা ছুঁয়ে নেন আশীর্বাদও। সাক্ষাৎকারের এই অংশের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ব্রাজিল অন্য চোখেই দেখে তাঁদের ভূমিপুত্র রোনাল্ডোকে। তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান অন্য জায়গায়। রডরিগোও তারই ছাপ রাখলেন। ব্রাজিল ম্যাচ দেখতে স্টেডিয়াম ৯৭৪-এ হাজির ছিলেন ব্রাজিলের প্রাক্তন এক ঝাঁক কিংবদন্তি। কাকা, কাফু, কার্লোস ও রোনাল্ডো। সেই ছবি দেখে ফ্যানরা নস্ট্যালজিক হয়ে পড়েন। ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় এই ছবি।

మరింత సమాచారం తెలుసుకోండి: