প্রথমে চোট তারপর মা হওয়া। প্রায় ২ বছরের বেশি সময় ধরে তিনি টেনিস কোর্টের বাইরে ছিলেন। কিন্তু তারপর আবার কোর্টে ফিরে এসেছেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ফিরে এসে জিতেওছেন। তবে ৮৯ কিলো ওজন থেকে ৬৩ কিলো ওজনে এলেন কীভাবে। সেই রহস্যই ফাঁস করলেন একটি ভিডিয়ো পোস্টের মাধ্যমে। দুটি ছবি পোস্ট করে সানিয়া ইনস্টাগ্রাম পোস্টে লিখলেন, "৮৯ কিলো বনাম ৬৩ কিলো! আমাদের সবারই লক্ষ্য আছে। প্রতিদিনের লক্ষ্য .. থেকে দীর্ঘমেয়াদি লক্ষ্য। সেই লক্ষ্যের প্রত্যেকটিকে নিয়ে গর্ব করুন । আমার নিজের ক্ষেত্রে এই চার মাস লেগেছে সেই লক্ষ্যপূরণ করতে।
click and follow Indiaherald WhatsApp channel