ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে দারুন শুরু করলেও একসময়ে মিডল অর্ডারের ব্যর্থতায় ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু শেষমেষ ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। আর শেষ ম্যাচ জিতে যাওয়ায় সিরিজও জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ২০১৯ সালে আর কোনও ম্যাচ নেই ভারতের। নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন বছরের নতুন অভিযান। কিন্তু টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কেমন গেল এই ২০১৯ ? দেখে নেওয়া যাক -
১) ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ জয়ের ফলে নতুন রেকর্ড হলো টিম ইন্ডিয়ার। টানা ১০ টা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জিতল ভারত।
২) এদিন ম্যাচ শেষে বিরাট কোহলির আন্তর্জাতিক রান ২৪৫৫। যা এ বছরে যে কোনও ক্রিকেটারের ব্যক্তিগত রানের নিরিখে সর্বাধিক।
৩) কোনও ক্যালেন্ডার ইয়ারে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যর করা রানকে টপকে এবছর ব্যক্তিগত রানের নিরিখে দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। রান ২৪৪২।
৪) সর্বাধিক শতরান ওয়ান ডে-তে সেটাও রোহিত শর্মার নামে। ৭টি শতরান করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।
৫) মহম্মদ শামি পেয়েছেন সর্বাধিক ওয়ান ডে উইকেট ৪২টি। যা কোনও ভারতীয় পেসারের কাছে বাড়তি ইন্সপিরেশন।
৬) ২০১০ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত বিরাট কোহলির আন্তর্জাতিক রান ২০৯৬০।
এই রেকর্ডগুলিই বলে দিচ্ছে ভারতীয় টিমের পারফরম্যান্স কেমন হয়েছে। সেই সঙ্গে টেস্টে নিজেদের এক নম্বর স্থান ধরে রেখেছে বিরাট বাহিনী।
click and follow Indiaherald WhatsApp channel