করোনার দ্বিতীয় তরঙ্গে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। এ বার পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে চলাচলকারী একাধিক স্পেশ্যাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। পূর্ব-মধ্য রেলওয়ের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পাশাপাশি 'ইয়াস'-এর মোকাবিলায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্ব-উপকূলীয় (East Coast Railway) রেল। হাওড়া-চেন্নাই (Howrah-Chennai) মেন লাইনে বাতিল করা হয়েছে অধিকাংশ ট্রেন। তালিকায় দক্ষিণ-পূর্ব, মধ্য, দক্ষিণ ও উত্তর-পূর্ব সীমান্ত রেলেরও একাধিক ট্রেনের নাম রয়েছে। সল মিলিয়ে ঘূর্ণিঝড়ের আগে মোট ৭৪টি ট্রেন বাতিল করা হল। দেখে নিন পুরো তালিকা-
পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে চলাচলকারী ট্রেন বাতিলের তালিকা

• ধানবাদ-রাঁচি এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• রাঁচি-ধানবাদ এক্সপ্রেস স্পেশ্যাল (২৪ মে থেকে বাতিল)

• ধানবাদ-হাওড়া এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• হাওড়া-ধানবাদ এক্সপ্রেস স্পেশ্যাল (২৪ মে থেকে বাতিল)

• মুজফ্ফরপুর-হাওড়া এক্সপ্রেস স্পেশ্যাল (২৫ মে থেকে বাতিল)

• হাওড়া-মুজফ্ফরপুর এক্সপ্রেস স্পেশ্যাল (২৬ মে থেকে বাতিল)

• ধানবাদ-গয়া এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• গয়া-ধানবাদ এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• রাঁচি-দেওঘর এক্সপ্রেস স্পেশ্যাল (২৩ মে থেকে বাতিল)

• দেওঘর-রাঁচি এক্সপ্রেস স্পেশ্যাল (২৪ মে থেকে বাতিল)

• জয়নগর-ভাগলপুর এক্সপ্রেস স্পেশ্যাল (২৪ মে থেকে বাতিল)

• ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস স্পেশ্যাল (২৫ মে থেকে বাতিল)

এর মধ্যে হাওড়া ও শালিমার থেকে যেসব ট্রেন বাতিল করা হয়েছে তা হল-
*২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল আপ ও ডাউন।

*২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-পুরী স্পেশাল আপ ও ডাউন।

*২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-সেকেন্দ্রাবাদ স্পেশাল আপ ও ডাউন

*২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-চেন্নাই স্পেশাল আপ ও ডাউন

*২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-যশবন্তপুর আপ ও ডাউন।

*২৭ থেকে ২৮ মে বাতিল শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস আপ ও ডাউন।

*২৪, ২৯ মে বাতিল হাওড়া-কন্যাকুমারী স্পেশাল আপ ও ডাউন

*২৭ মে বাতিল হাওড়া-তিরুচিরাপল্লি স্পেশাল আপ ও ডাউন

*৩০ মে বাতিল হাওড়া-পুদুচেরি স্পেশাল আপ ও ডাউন

మరింత సమాచారం తెలుసుకోండి: