তিনি আরও বলেন, ‘বুমরার জন্য আমার পরামর্শ হবে নেটে বেশি করে বোলিং করে যাও। প্রফেশনাল লেভেলে অনেক বেশি চাপ নিতে হয় একজন ক্রিকেটারকে।নেটে বেশিক্ষণ ধরে বোলিং করলে মাসলের শক্তিবৃদ্ধি হয়। শুধু বোলিং করে যেতে হবে। আর কিছু নয়। এটাই একমাত্র সমাধানের রাস্তা দেখাবে।’
অন্যদিকে, জসপ্রীত বুমরা প্রসঙ্গে শামি বলেন, 'ভাল ক্রিকেটারদের অভাব সব সময় বোঝা যায়। কিন্তু কোনও ক্রিকেটার চোট পেলে কিছু করার নেই। খেলা তো থেমে থাকে না। বুমরা ভাল বোলার। তাই ওর অভাব বোধ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি বুমরা ফিরবে। ও নিজের ফিটনেসে নজর দিচ্ছে। খুব তাড়াতাড়ি আবার একসঙ্গে বল করতে নামব।'
বুমরাকে শেষ বার ভারতীয় জার্সি গায়ে বল করতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গত সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতে খেলতে এসেছিলেন অ্যারন ফিঞ্চ-ক্যামেরুন গ্রিনরা। সে বার দু’টি ম্যাচ খেলেছিলেন বুমরা।
উল্লেখ্য, গত বছর চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেননি বুমরা। সেই চোট থেকে এখনও পুরোপুরি মুক্ত নন তিনি। ফলত এখনও মাঠের বাইরে বুমরা। এই বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে দলে নেওয়াও হয়েছিল। কিন্তু মুম্বইয়ে অনুশীলন করতে গিয়ে অসুবিধা বোধ করেন বুমরা। সেই কারণে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ৯ ফেব্রুয়ারি থেকে।প্রথম দু’টি টেস্টে বুমরাকে দলে রাখা হয়নি। তৃতীয় টেস্ট শুরু ১ মার্চ। যদি ফিট হয়ে যান সেক্ষেত্রে শেষ দু’টি টেস্টে জায়গা পেতে পারেন জসপ্রীত বুমরা।
click and follow Indiaherald WhatsApp channel