রবিবার সকালেই এনসিবির একটি দল সমন নিয়ে তাঁর বাড়িতে পৌঁছয়। তার পর বেলা সাড়ে ১১টা নাগাদ মুম্বইয়ে এনসিবির সদর দফতরে পৌঁছন রিয়া। মুম্বই পুলিশের তিনটি গাড়ি সেখানে তাঁকে এসকর্ট করে নিয়ে যায়। গাড়ি থেকে নামার পর সংবাদমাধ্যম তাঁকে ছেঁকে ধরলেও, কোনও প্রতিক্রিয়া না দিয়েই ভিতরে চলে যান রিয়া। সুশান্তের মৃত্যুতে মাদক যোগ নিয়ে এ দিন সকালেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে সমন পাঠায় এনসিবি। এই ঘটনায় রিয়ার ভাই শৌভিক, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং হাউজকিপার দীপেশকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে যে সব তথ্য মিলেছে, তার ভিত্তিতেই রিয়াকে সমন পাঠানো হয় বলে জানা গিয়েছে। মাদক যোগে তাঁর ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।
click and follow Indiaherald WhatsApp channel