বৃহস্পতিবার ভোর ৫টা ৪৩ মিনিটে উৎক্ষেপণ হয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) -র EOS-03 নামক কৃত্রিম উপগ্রহটি। GSLV-F10 রকেটেরমাধ্যমে তা মহাকাশে পাঠানো হয়। পুরোপুরি সফল হয়নি এই অভিযান, বৃহস্পতিবার টুইট করে একথা জানিয়েছে ISRO। কিন্তু উৎক্ষেপণের ঘণ্টাখানেক পরেই অপর একটি টুইট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সেই টুইটে জানানো হয়েছে, ‘উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি এই উপগ্রহ। তার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। যার জন্য এই অভিযান সম্পূর্ণ হল না।’ অর্থাৎ ইসরোর পরিকল্পনা মতো কাঙ্খিত জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে পৌঁছতে পারল না এই উপগ্রহ।

প্রসঙ্গত, এই উপগ্রহটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে চেয়েছিল ISRO। তা প্রাথমিকভাবে সফলতার সঙ্গেই উৎক্ষেপিত হয়েছিল। তা ISRO-র তরফে টুইট করে জানানো হয়েছিল। কিন্তু পরের একটি টুইটে জানানো হয়, ক্রোয়োজেনিক স্টেজে ত্রুটি রয়েছে। প্রাথমিকভাবে এপ্রিল মে মাসে এই অভিযানটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।মূলত পৃথিবীর আবহাওয়া এবং পৃথিবীর বুকে ধেয়ে আসা প্রাকৃতিক দুর্যোগের উপর নজর রাখার জন্যই এই উপগ্রহকে কক্ষপথে স্থাপন করার চেষ্টা হয়েছিল। ঘূর্ণিঝড়, মেঘভাঙা বৃষ্টি, সুনামি, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর আরও সঠিকভাবে পেতে পাঠানো হয়েছিল এই কৃত্রিম উপগ্রহ। মূলত পৃথিবীর আবহাওয়া এবং পৃথিবীর বুকে ধেয়ে আসা প্রাকৃতিক দুর্যোগের উপর নজর রাখার জন্যই এই উপগ্রহকে কক্ষপথে স্থাপন করার চেষ্টা হয়েছিল। ঘূর্ণিঝড়, মেঘভাঙা বৃষ্টি, সুনামি, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর আরও সঠিকভাবে পেতে পাঠানো হয়েছিল এই কৃত্রিম উপগ্রহ।

మరింత సమాచారం తెలుసుకోండి: