জস বাটলারকে আবার টেস্ট দলে ফেরানোর ইঙ্গিত দিলেন ইংল্যান্ড দলের নতুন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বাটলার গত অ্যাশেজ সিরিজ়ে ইংল্যান্ডের ০-৪ হারের পরে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকালাম বলেছেন, ‘‘জস হল এমন একজন ক্রিকেটার যাকে খেলতে দেখলে আপনি মুগ্ধ হয়ে ভাববেন, কী ভাবে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দাপটের সঙ্গে খেলে। টেস্ট ক্রিকেটে কয়েকটা বড় ইনিংস ছাড়া ওকে সে ভাবে দাপট দেখাতে যায় না কেন?’’ যোগ করেছেন, ‘‘আমার মতে, দলে এ রকম বেশ কিছু ক্রিকেটার রয়েছে, যাদের টেস্ট ক্রিকেটে সুযোগ দিলে সেখানেও তারা ভাল করতে পারে।’’ আরও বলেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে দাপটের সঙ্গে খেললে সে টেস্ট ক্রিকেটে সেই ছন্দে খেলতে পারবে না, এ রকম ভাবার কোনও কারণ নেই।’’

অন্যদিকে, প্রথমবার আইপিএল ফাইনালের মতো মেগা ম্যাচ খেলতে নামলেও গুজরাত দলকে দেখে সেটা বোঝার উপায় ছিল না। আর তাদের প্রত্যয়ী মানসিকতার প্রতিফলন দেখা গেল বাইশ গজের যুদ্ধে। ফাইনালের মঞ্চে বল হাতে দাপট দেখালেন হার্দিক, মহম্মদ শামি (Mohammed Shami), রশিদ খান (Rashid Khan)। বোলিং ও দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে যোগ্য সঙ্গত দিলেন তরুণ সাঁই কিশোর। ফলে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩০ রানে আটকে গেল রাজস্থান। ইডেন গার্ডেন্সে প্রথম কোলিফায়ারের পর এলিমেনটরের ম্যাচেও দাপট দেখিয়েছিলেন জস বাটলার (Jos Buttler)। যিনি চলতি আইপিএল-এ (IPL 2022) অনবদ্য কীর্তি গড়েছেন। চারটি শতরান করেছেন। ডেভিড ওয়ার্নারের (David Warner) রেকর্ড ভেঙে আইপিএলে সর্বকালের সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের নজির তাঁর নামের পাশে। রবিবার সেই বাটলারই রাজস্থানের সর্বোচ্চ স্কোরার। কিন্তু তাঁর নামের পাশে লেখা ছিল মাত্র ৩৯ রান। সেটা রাজস্থানের সাজঘরে স্বস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না।

మరింత సమాచారం తెలుసుకోండి: