সোমবার শপথ নিলেন গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে মনোনীত বিজেপি বিধায়ক ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যের সপ্তদশ মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার গান্ধিনগরে, রাজভবনে শপথগ্রহণ (Bhupendra Patel Swearing In) করলেন ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। এদিকে ভূপেন্দ্র প্যাটেলের শপথ (Bhupendra Patel Swearing In) গ্রহণ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট।
কিন্তু শেষ ৬ মাসে বিজেপি শাসিত কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন এক নজরে দেখে নেওয়া যাক-

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী শনিবার আচমকাই পদত্যাগ করেন। জুলাই মাসে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ইস্তফা দিয়েছিলেন। উত্তরাখণ্ডে মাত্র চার মাসের মধ্যে ইস্তফা দিয়েছিলেন দুই মুখ্যমন্ত্রী। এদের একজন হলেন ত্রিবেন্দ্র রাওয়াত, অন্যজন তিরথনাথ সিং। আগামী বছর উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তাই স্বাভাবিকভাবে আগামীর কথা ভেবেই বিজেপি একের পর এক মুখ্যমন্ত্রী পদে বদল আনছে, তা বলার অপেক্ষা রাখে না। অন্তত এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

প্রসঙ্গত, গুজরাতের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-সহ অন্য রাজনৈতিক দলের নেতৃত্ব। শনিবার সবাইকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রিত্ব ছাড়েন বিজয় রূপানি। তাঁর জায়গায় প্রথমবারের বিধায়ক হিসেবে ঘাটলোদিয়ার ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী হিসেবে বাছাই করেন বিজেপির ১১২ জন বিধায়ক। এদিকে, গুজরাটের মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিজয় রুপানির উত্তরসূরি খুঁজতে মরিয়া ছিল গেরুয়া বাহিনী। কেন্দ্রীয় শাসক দলের ‘মডেল’ রাজ্যের মসিহার সন্ধানে দুই পর্যবেক্ষক নিয়োগ করেছিলেন মোদী-শাহ। তাঁদের তদারকিতে পতিদার নেতা ভূপেন্দ্র প্যাটেলকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।


మరింత సమాచారం తెలుసుకోండి: