দিল্লির হিংসা নিয়ে যখন বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন তখনই লোকসভায় মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে দাঁড়িয়ে দিল্লি পুলিশের প্রশংসা করে অমিত শাহ জানান, ৩৬ ঘন্টার মধ্যেই দিল্লির হিংসা রোখা সম্ভব হয়েছে। এমনকী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কটাক্ষ প্রসঙ্গেও এদিন জবাব দেন অমিত শাহ। তিনি জানান, হিংসার সময় তিনি দিল্লিতেই ছিলেন। আর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত পূর্ব নির্ধারিত এবং প্রোটোকল মেনেই হয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel