কিছুটা স্বস্তি। দেশে সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবার ছিল তিন লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। তবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার যা ছিল ১৭.২২ শতাংশ, রবিবার তা খানিক বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল, তিন কোটি ৯১ লক্ষ। দেশে এখনও করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।

অন্যদিকে, ব্যবধান সপ্তাহ খানেকের। ফের লাইনচ্যুত গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের (Bikaner–Guwahati Express) ইঞ্জিন। ক্রেনের সাহায্যে ইঞ্চিনটি সোজা করে নিয়ে যাওয়া হল লোডো শেডে। রুট বদল করতে হল বেশ কয়েকটি ট্রেনের। দুর্ঘটনার ঘটল শিলিগুড়ি জংশন স্টেশনে। ১৩ জানুয়ারি উত্তরবঙ্গে বড়সড় দুর্ঘটনা কবলে পড়েছিল গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। নিউ ময়নাগুড়ি ও নিউ নিউ দোহমনি স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে গিয়েছিল ১২টি বগি। সেই দুর্ঘটনায় প্রাণ হারান  ৯ জন। গুরুতর আহত হন কমপক্ষে ৪০ জন। প্রাথমিক তদন্তে রেল আধিকারিকদের অনুমান, সিগন্যাল সমস্যা নয়, বরং লাইনে  ত্রুটি কারণেই এই দুর্ঘটনা। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে রেল আধিকারিকদের অনুমান, সিগন্যাল সমস্যা নয়, বরং লাইনে  ত্রুটি কারণেই এই দুর্ঘটনা। তদন্ত চলছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: