টলিউডে নিজেদের প্রভাব বাড়াতে সম্প্রতি অত্যন্ত তৎপর হয়েছে বিজেপি। বেশ কিছু শিল্পী ও কলাকুশলী বিজেপির সংগঠনে যোগদানও করেছেন ইতিমধ্যে। তবে গত শনিবার বেশ চমকে দিয়ে বিসিপি-র পরামর্শদাতা কমিটিতে শামিল হয়ে যান দীর্ঘ দিনের বামপন্থী হিসেবে পরিচিত বিপ্লব চট্টোপাধ্যায়। এ বার সেই পথেই হাঁটলেন মাধবী মুখোপাধ্যায়ও।

দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে বিসিপি, সুতরাং তাদের পাশে সকলের থাকা উচিত— ভিডিয়ো বার্তায় মঙ্গলবার এমনই আহ্বান জানিয়েছেন মাধবী মুখোপাধ্যায়।

এক ভিডিও বার্তায় তিনি বলেন ‘‘আমি তো সব সময় এঁদের সঙ্গে থাকব। একটা মানুষ যখন জন্মেছে, তখন তার কাজ হচ্ছে, অন্য মানুষের হাতটা ধরা। সেই হাতটা যদি না ধরতে পারি, তা হলে তার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ আজকে আবার সেই হাতটা বাড়াচ্ছে।’’

কিন্তু টলিপাড়ায় কাদের কিভাবে সাহায্য করছে গেরুয়া শিবির সেই ব্যাপারে কোনরকম বিশদ তথ্য দিতে নারাজ।বামেদের সঙ্গে মাধবী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা সুবিদিত ছিল। কিন্তু তৃণমূল গঠিত হওয়ার পরে তিনি প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এগিয়ে এসেছিলেন। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন মাধবী।এহেন ব্যাক্তিত্তের বিজেপির পাশে দাঁড়ানোতে টলিপাড়ায় তৃনমূলের একাধিপত্য ধাক্কা তো খাবেই।

 


Find out more: