শুক্রবারও রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত। আগামী বুধবার পর্যন্ত জারি গরম ও অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলায় জেলায় বইবে লু। কলকাতাতেও বাড়বে গরম (Temperature Increase) ও অস্বস্তি। আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আপাতত নেই বৃষ্টির কোনও সম্ভাবনা।প্রায় ৪০ ছুঁল কলকাতা। ৪০ প্রায় ছুঁয়ে ফেলল দমদম ও সল্টলেক। আলিপুর ৩৯.৪। মালদা ও দুই দিনাজপুর ৪০ ছূঁই ছূঁই। এদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা। খুব একটা স্বস্তি দেবে না এই বৃষ্টি। আবহাওয়া অফিস জানাচ্ছে কলকাতায় এই তাপপ্রবাহের (Heat wave) সিরিজে ৪০ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু কলকাতায় তাপমাত্রা অনূভূত হচ্ছে ৪০এর উর্দ্ধে। পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করেছে প্রায় গোটা বাংলাকে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই সব জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা। রবিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই সব জেলায় জারি কমলা সতর্কতা। এদিকে রবিবার বৃষ্টি হতে পারে বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে।
পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করেছে প্রায় গোটা বাংলাকে। সকাল ১১ টা থেকে বিকেল ৪টের মধ্যে প্রয়োজন ছাড়া রোদে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রোদের হাত থেকে বাঁচতে রোদ চশমা ও ছাতা রাখার পরামর্শও দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে তিন দিন রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। এবার প্রাক বর্ষা জলীয় বাষ্প পরিপূর্ণ তাপপ্রবাহ চলবে। এবার পশ্চিমাঞ্চলের জেলা ছাড়া রাজ্যের বাকি অংশে আর্দ্র এবং খুব উষ্ণ গরম।
click and follow Indiaherald WhatsApp channel