তবে ইতিমধ্যেই বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে ট্রেনিং শুরু করলেন রোহিত শর্মা। আইপিএল-এর পর বিরাট কোহালিরা অস্ট্রেলিয়া উড়ে গেলেও রোহিত ফিরে এসেছিলেন দেশে। বেঙ্গালুরুতে চোট সারিয়ে ১০০ শতাংশ ফিট হয়ে টেস্ট সিরিজে যোগ দেওয়ার কথা তাঁর। টেস্ট দলে রোহিতের সতীর্থ ইশান্ত শর্মাও রয়েছেন জাতীয় একাডেমিতে। বুধবার তিনি একাডেমির প্রধান রাহুল দ্রাবিড় এবং শীর্ষ নির্বাচক সুনীল যোশির সামনে বল করেন। রোহিত এবং ইশান্ত এক সঙ্গেই উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ১৪ দিন কোয়ারান্টিনে কাটিয়ে নেমে পড়বেন টেস্ট খেলতে।
click and follow Indiaherald WhatsApp channel