রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। শনিবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এবং গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। শনিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ জানিয়েছেন, করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। ফলে, সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭৮ জন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। শনিবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এবং গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। শনিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ জানিয়েছেন, করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। ফলে, সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭৮ জন। 

 

 

 অন্যদিকে, ২১ দিন লকডাউনের পর ফের দু’সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন বেড়ে হয়েছে ৩ মে পর্যন্ত। তবে এই ঘোষণার পরই করোনা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। দেশ জুড়ে ১৭০টি করোনা হটস্পট বেছে নিয়েছে কেন্দ্র। যার মধ্যে এ রাজ্যে রয়েছে ৪টি জেলা। আবার নন হটস্পট ২০৭টি জেলাও চিহ্নিত করেছে কেন্দ্র। যার মধ্যে এ রাজ্যে রয়েছে ৮টি জেলা। কলকাতা ছাড়াও রাজ্যের হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাকেও ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। আর নন হটস্পট জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া দেশের ৬টি মেট্রো শহরকে করোনা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা ছাড়াও ‘হটস্পট’ হিসাবে ঘোষণা করা হয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও আগ্রাকে।

మరింత సమాచారం తెలుసుకోండి: