টানা বৃষ্টির জেরে এমনিতেই বিপর্যস্ত জনজীবন। সেই দুর্ভোগ কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুর্যোগের পূর্বাভাস (rain forecast)। বুধবার দুপুর আড়ইটে থেকে তিনটের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নেমে আসতে পারে গঙ্গা তীরবর্তী জেলাগুলিতে (Kolkata and adjuscent areas)। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Light and Moderate Rain forecast) পূর্বাভাস ছিলো।
তবে আগামী সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে ?

মায়ানমার উপকূলে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি বঙ্গোপসারের উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। শুক্রবার সন্ধের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগের দিকে আসবে বলে জানাচ্ছেন আবহবিদরা। এখনও পর্যন্ত তার গতিমুখ ওড়িশার দিকে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে নিম্নচাপের প্রভাব পড়বে বাংলার উপরেও। শুক্র এবং শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪পরগনা এবং হাওড়াতে। রবি এবং সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে নিম্নচাপের প্রভাব পড়বে বাংলার উপরেও। শুক্র এবং শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪পরগনা এবং হাওড়াতে। রবি এবং সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

మరింత సమాచారం తెలుసుకోండి: