টস জিতে মহম্মদ নবির ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কেএল রাহুলদের। রোহিত শর্মা এই ম্যাচে বিশ্রাম নেওয়ায় তাঁর ডেপুটি রাহুলই হন স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন। ভারত প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২১২ রান তোলে। জবাবে আফগানিস্তান ১১১ রানে শেষ হয়ে যায় হাতে ২ উইকেট রেখে। ভারত জেতে ১০১ রানে। তবে ২০২২ সালের এশিয়া কাপের যাত্রা জয় দিয়ে শেষ করেছে টিম ইন্ডিয়া। চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার জন্য আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। টিম ইন্ডিয়া ২০২২ এশিয়া কাপ-এর শিরোপা জয়ের একটি বড় প্রতিযোগী ছিল। কিন্তু ফাইনালের আগেই তারা ছিটকে যায়। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর, কেএল রাহুল একটি বড় বক্তব্য দিয়েছেন এবং এই টুর্নামেন্ট থেকে শেখার কথা বলেছেন।

অন্যদিকে, দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক শতরান পেয়েছেন বিরাট কোহলী। ম্যাচের পরে নিজের বক্তব্যে যাবতীয় কৃতিত্ব দিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মাকে। এ বার বিরাট-ঘরনির প্রশংসায় মাতলেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার অনুষ্কাকে ‘লৌহমানবী’ বলে অভিহিত করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, “ম্যাচের পর কোহলী নিজেই বলল, অনুষ্কা ওর জীবনের সবচেয়ে খারাপ অধ্যায় দেখেছে। নিজের স্ত্রী-র ব্যাপারে এমন কথা বলা দারুণ গর্বের ব্যাপার। অনুষ্কা শর্মাকে টুপি খুলে কুর্নিশ। তুমি লৌহমানবী। কোহলী ইস্পাতমানব।” এখানেই না থেমে শোয়েব বলেছেন, “অনেক শুভেচ্ছা তোমাকে কোহলী। চাপের মুখে কী ভাবে স্নায়ু ঠিক রাখতে হয় সেটা দেখিয়ে দিয়েছ। এ ভাবেই এগিয়ে যেতে থাকো, আরও ভাল মানুষ হও। তুমি বরাবর সত্যের উপর ভরসা রাখো। তাই তোমার সঙ্গে কোনও দিন খারাপ কিছু হতে পারে না। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বলেই লোকে তোমাকে মনে রাখবে।”

మరింత సమాచారం తెలుసుకోండి: