বুধবার মধ্যমগ্রামে নজরুল শতবার্ষিকী সদনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা এবং হাওড়া যাতায়াতের জন্য বেশ কয়েকটি রুটে বাস পরিষেবা চালু করার আবেদন জানানো হয়। কেন ওই সব রুটে বাস চালানো হচ্ছে না, তা নিয়ে একটু উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ওই জেলার যে সব রুটে বাস বন্ধ, সেগুলি চালু করার নির্দেশ দেন। সেই ঘোষণার পরই বৃহস্পতিবার রাজ্য পরিবহণ দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা এবং হাওড়া পর্যন্ত ৮টি রুটে বাস পরিষেবা চালু হওয়ার কথা জানিয়েছে। বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে শহরে যাতায়াতের জন্য উত্তর ২৪ পরগনার সাধারণ মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়। তার পরই পরিস্থিতি খতিয়ে দেখে বাস পরিষেবা যাতে দ্রুত চালু করা হয়, সেই নির্দেশ দেন তিনি।

অন্যদিকে, স্কুলে চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি কর্মী নিয়োগ (Group D Recruitment) মামলায় নয়া মোড়। শুনানি চলাকালীন আদালত কক্ষে একে অপরকে দোষারোপ করল এসএসসি (SSC) ও মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এই মামলায় বোর্ডকেও যুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, কোথা থেকে নিয়োগের সুপারিশ পেল বোর্ড? আগামী সোমবার হলফনামা দিয়ে তা জানাতে হবে বোর্ড সভাপতিকে। শুধু তাই নয়, সংরক্ষণ করতে হবে সব নথিও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'স্কুল সার্ভিস কমিশনের জন্য় ক্ষতিকারক সওয়াল করেছে মধ্যশিক্ষা পর্ষদ'।

మరింత సమాచారం తెలుసుకోండి: