বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটি গুঞ্জন ঘুরপাক খাচ্ছিল যে ডিম্পল কাপাডিয়া নাকি গুরুতর অসুস্থ, তাঁকে নাকি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। উদ্বিগ্নঅনুরাগীদের আশ্বস্ত করতে এবার মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি বেঁচে আছি। শুধুই বেঁচেই নয়, দিব্যি রয়েছি আমি।”
তবে কেন বৃহস্পতিবার মুম্বইয়ের এক হাসপাতালে দেখা গিয়েছিল ডিম্পলকে? অভিনেত্রী বলেন, “আমার মা অসুস্থ ছিলেন। ওঁকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কী হয়েছিল, তা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাইনা। তবে এখন উনি ভাল আছে। সকলের শুভেচ্ছা প্রয়োজন।”
তিল’ কে ‘তাল’ বানাতে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। সম্প্রতি লতা মঙ্গেশকরের অসুস্থতার খবরকে কেন্দ্র করেও একের পর এক ফেক নিউজ বাজারে ঘুরে বেড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, লতাজি এখন আগের থেকে সুস্থ, তাঁর শারীরিক উন্নতি হচ্ছে। ডিম্পলের ক্ষেত্রেও দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি।
১৯৭৩-এ রাজ কপূরের ‘ববি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ডিম্পল। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ঋষি কপূর। এরপর ‘সাগর’, ‘রাম লক্ষ্ণন’, ‘দিল চাহতা হ্যায়’, ‘অ্যায়তবার’, ‘দৃষ্টি’, ‘ফাইন্ডিং ন্যানি’, ‘রুদালি’র মতো জনপ্রিয় ছবি তিনি উপহার দেন দর্শককে।
click and follow Indiaherald WhatsApp channel