মহার্ঘ্য পিয়াঁজ পাওয়া যাচ্ছে ফ্রিতে। তাও আবার সহজ শর্তে। মাত্র তিন কেজি একবারই ব্যবহারযোগ্য এমন প্লাস্টিক একসাথে নিয়ে এলেই সাথে সাথে পেয়ে যাবেন এক কেজি পিয়াঁজ। দেড় কেজি প্লাস্টিক আনলে পেয়ে যাবেন পাঁচশো পিয়াঁজ। 

আর এহেন অফার নিতে মানুষ ভিড় জমাচ্ছেন রসুলপুর অনাথ সমিতিতে মেমারি ব্লক আয়োজিত কৃষি মেলায় পল্লীমঙ্গল সমিতির স্টলে। বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত মিলবে এই অফার। রসুলপুর অনাথ সমিতিতে মেমারি ব্লক আয়োজিত কৃষি মেলায় স্টল রয়েছে পল্লীমঙ্গল সমিতির। সেই স্টলেই বেলা বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত প্লাস্টিক নিয়ে পেঁয়াজ দেওয়া চলছে। আর এই অগ্নিমূল্যের বাজারে পেঁয়াজের এই অভিনব অফার কেউই হাতছাড়া করতে চাইছেন না। স্বাভাবিকভাবেই রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাচ্ছে মেলা দেখতে আসা মানুষের। 

পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার এই অভিনব উদ্যোগের প্রসঙ্গে জানিয়েছেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের পরিবেশকে ভীষণ দূষিত করছে। এর কুফল সম্পর্কে বাসিন্দাদের সচেতন করতেই তারা ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছে। বাসিন্দাদের আকর্ষণ করতেই দুর্মূল্যের পেঁয়াজ দিচ্ছেন তারা। এতে একদিকে যেমন পরিবেশ পরিচ্ছন্ন হচ্ছে, পাশাপাশি বাসিন্দারাও সচেতন হচ্ছেন।

 

কিন্তু বস্তা বস্তা প্লাস্টিক সংগ্রহের পর সেগুলোর কি হবে - এই প্রসঙ্গে পল্লীমঙ্গলের সদস্যরা জানিয়েছেন, প্লাস্টিক পুনঃব্যবহারের পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছেন তারা। সিঙ্গেল ইউজ এই প্লাস্টিক নিয়ে ঘরের প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হবে। শুধু সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সচেতনতাই নয় পরিবেশ বান্ধব মাটির থালা বাটি গ্লাস ব্যবহার বাড়াতেও প্রচার চালাচ্ছে তারা। মেলার পল্লীমঙ্গলের স্টলে রয়েছে সেই সব সামগ্রী প্রদর্শন ও বিক্রিরও ব্যবস্থা। বাসিন্দাদের রাসায়নিক সারের কুফল বুঝিয়ে তাদের জৈব সার ব্যবহারের পরামর্শও দিচ্ছে পল্লীমঙ্গল সমিতি। পাশাপাশি ফুল ও ফলের চারা প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থাও করেছেন তারা।

উল্লেখ্য, পল্লীমঙ্গল সমিতি সারা বছরই পরিবেশ রক্ষায় এবং সমাজ সচেতনতায় নানান কর্মসূচি গ্রহণ করে থাকে। কিছুদিন আগেই পাল্লা রোডে হেলমেট পরা মোটর সাইকেল আরোহীদের বিনামূল্যে পেঁয়াজ বিলি করে সাড়া ফেলেছিল। সেক্ষেত্রে তাঁদের বার্তা ছিল পিঁয়াজের মূল্যের থেকে জীবনের দাম অনেক বেশি- তাই হেলমেট পড়ুন, নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন। আর এবার সেই অগ্নিমূল্য পিয়াঁজ কে হাতিয়ার করেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করছেন পল্লীমঙ্গল সমিতির সদস্যরা।

మరింత సమాచారం తెలుసుకోండి: