কেঁদেই ফেললেন তিনি। কাঁদতে কাঁদতেই হুঙ্কার দিলেন, হাত দিয়ে পায়ে মেরে বোঝাতে চাইলেন তাঁর দাপট। রঞ্জিতে আরও এক বার এক মরসুমে ৯০০-র উপর রান করে ফেললেন সরফরাজ খান। রঞ্জিতে তিনি তৃতীয় ব্যাটার যিনি এই কীর্তি গড়লেন। ১২ বছর বয়সে ভেঙে ছিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। মাত্র ১৭ বছর বয়সে আইপিএল খেলে ফেলেছিলেন সরফরাজ। দু’বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। রঞ্জিতে ধারাবাহিক ভাবে রান করেছেন। ভারতীয় দলে যদিও এখনও পর্যন্ত ডাক পাননি। তাঁর ওজন বেশ অনেকটাই বেশি। কিন্তু তাতে রান করা আটকায় না। মুম্বইয়ের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে যেমন শতরান করেছেন, তেমনই করেছেন দ্বিশতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ২৪টি ম্যাচ খেলেই তাঁর সংগ্রহ ২৩৫১ রান (এ বারের রঞ্জি ফাইনালের রান বাদে)। অজয় শর্মা এবং ওয়াসিম জাফরের পর তিনিই প্রথম ব্যাটার যাঁর রঞ্জির দু’টি মরসুমে ন’শোর উপর রান রয়েছে।

অন্যদিকে, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামার আগে ফের ব্যাটিং ভরাডুবি ভারতের। ফলে ফের একবার বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। লেস্টারের (Leicestershire) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ ভারতের টপ অর্ডার থেকে মিডল অর্ডার। লাঞ্চের আগেই সাজঘরে ফিরে গেল ভারতীয় দলের অর্ধেক ব্যাটিং। মাত্র ৯০ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম সেশনেই ব্যাকফুটে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেরা। চারদিনের প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমন গিলকে (Subhman Gill) সঙ্গে নিয়ে প্রথম উইকেটে ৩৫ রানে তোলেন রোহিত। কিন্তু গিল ব্যক্তিগত ২১ রানে আউট হতেই শুরু হয় ছন্দপতন। কিছুক্ষণ পর ব্যক্তিগত ২৫ রানে ফিরে যান রোহিত। হনুমা বিহারী (৩), শ্রেয়স আইয়ার (০), রবীন্দ্র জাদেজা (১৩) বিপক্ষের জোরে বোলারদের পেস ও সুইংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: