আবার বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।এবার বিজেপির নদীয়া দক্ষিণের মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি বৈশালী দত্ত কে লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠলো বিজেপিরই কিছু কর্মীর বিরুদ্ধে।বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে।সূত্রের খবর বিজেপির মজদুর ট্রেড ইউনিয়নের নদীয়া দক্ষিণের সভাপতি বৈশালী দত্ত বৃহস্পতিবার বিকেলে চাকদহ থানার সিমুরালিতে একটি সভা করতে যাচ্ছিলেন।অভিযোগ,পথে রানাঘাট থানার কায়েত পাড়ার কাছে চা খাবার জন্য গাড়ী থেকে নামলে তার ওপর আক্রমণ চালানো হয়।অভিযোগ,বাইকে করে কিছু বিজেপি কর্মী এসে ওই নেত্রীকে লক্ষ করে বোমা ও গুলি চালায়।ভাঙচুর করা হয় গাড়িও।ঘটনায় কোনোক্রমে প্রাণে বাঁচেন বৈশালী দেবী।পরে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগ,এই হামলার পিছনে প্রদীপ মন্ডল নামের এক বিজেপি কর্মী ও তার অনুগামীদের হাত রয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
click and follow Indiaherald WhatsApp channel