দাম্পত্যের সুতো ছিঁড়লেও তাঁদের বন্ধুত্ব যে এখনও ‘অটুট’, অনুরাগীদের এক ভিডিয়োয় সেই বার্তাই দিলেন আমির খান এবং কিরণ রাও। অনুরাগীদের উদ্দেশে অভিনেতা বলেছেন, “আপনাদের নিশ্চয়ই দুঃখ হয়েছে, ভাল লাগেনি। খবরটা জেনে হয়তো অনেকে অবাকও হয়েছেন। কিন্তু আপনাদের জানাতে চাই, আলাদা হয়ে গেলেও আমরা খুশি এবং এখনও একই পরিবারের অংশ।” এর পরেই পাশে চুপ করে বসে থাকা কিরণের হাত ধরে আমিরের আশ্বাস, সম্পর্কে পরিবর্তন এলেও একে অপরের সঙ্গেই রয়েছেন তাঁরা। আমির-কিরণের বিচ্ছেদ ঘোষণার ঠিক পরপরই পরিচালক-প্রযোজক-অভিনেতা পূজা ভাট তাঁর টুইটার হ্যান্ডেলে বেশ কয়েকটি টুইট করেন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে পূজা লেখেন, ‘একথা ঠিক যে, বাবা-মার বিবাহ বিচ্ছেদ সন্তানের মনের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু সন্তানের দায়িত্ব যদি বিচ্ছেদের পর বাবা-মা একসঙ্গে পালন করেন, তাহলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না’। 

আমির-কিরণের ডিভোর্সের পর যেভাবে ট্রোলড হয়েছেন অভিনেতা, তাই নিয়েই লিখেছেন পূজা। তাঁর মতে, দুজন মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হতেই পারে, তাঁরা আলাদাও হয়ে যেতে পারেন। তার অর্থ এই নয় যে, দুজনের মনের মধ্যে পরস্পরের প্রতি ঘৃণা তৈরি হবে। সম্পূর্ণ শ্রদ্ধাবোধ নিয়েও দুটি মানুষ আলাদা হতে পারেন। পূজা লিখেছেন, ‘আসলে আমাদের সমাজ এই বিষয়টা এখনও বুঝতে পারে না। বিবাহ-বিচ্ছেদের অভিজ্ঞতা মাত্রেই তাঁদের কাছে তিক্ত। তাই আমির-কিরণের কো-পেরেন্টিং নিয়ে ধন্দে অনুরাগীকূল’।

మరింత సమాచారం తెలుసుకోండి: