সম্প্রতি মুক্তি পেয়েছে যশরাজ ফিল্ম প্রযোজিত ছবি ‘ওয়ার’ এবং সেটি বড়সড় সাফল্যের মুখও দেখেছে। এই সাফল্যের পর হৃতিক রোশন কোন ছবি শুরু করবেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। ‘কৃষ ফোর’-এর কথা হৃতিকই এক বার বলেছিলেন তাঁর অন্য ছবির প্রচারে। তবে সেটাই তাঁর আগামী ছবি কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হৃতিকের বাবা রাকেশ রোশন ক্যানসার সারভাইভার। শারীরিক ভাবে তিনি আগের চেয়ে সুস্থ হলেও, ছবি পরিচালনার ঝক্কি নিতে পারবেন কতটা, সেটাও বিবেচ্য।
তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ স্পষ্ট করে দিয়েছেন, কৃষ ফোর হলে, তার পরিচালনা তিনিই করবেন। তিনি বলেছেন, ‘‘এই ছবিটি সঞ্জয় (গুপ্ত) পরিচালনা করবে বলে আমিও নানা জায়গায় পড়েছি। তবে এটা সম্পূর্ণ ভুল। আমার সঙ্গে ছবির স্ক্রিপ্ট লিখছে সঞ্জয়। ওর সঙ্গে আমার চিন্তাভাবনা খুব মেলে। তবে ছবিটা হলে আমিই পরিচালনা করব।’’
তিনি আরও বলেন ‘‘এখনও স্ক্রিপ্টের কাজ চলছে। স্ক্রিপ্ট নিয়ে আমি একশো শতাংশ নিশ্চিত হলে, তবেই ছবির ঘোষণা করব। কারণ ছবির প্রি-প্রোডাকশনের কাজ করতেই এক বছর সময় লেগে যাবে।’’ তাঁর কথায়, এই ছবিতেও অ্যাকশনের পাশাপাশি আবেগ গুরুত্ব পাবে।
অনেকদিন পর সাফল্যের মুখ দেখেছে ঋত্বিক রোশনের ছবি। তাই সম্ভবত পরবর্তী ক্ষেত্রে কোন রিস্ক নিতে চাইছেন না বাবা ছেলে। কিন্তু ভবিষ্যতে কি হবে তা সময়ই বলবে।
click and follow Indiaherald WhatsApp channel