বড় পর্দায় আসতে চলেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালুপ্রসাদ যাদবের বায়োপিক। হ্যাঁ, কোনও ভুয়ো খবর নয়
একেবারে সত্যি। লালুপ্রসাদের জীবনের নানা ওঠাপড়ার গল্পই বলবে এই ছবি। শুধু
রাজনৈতিক জীবনই নয়, ওই বর্ষীয়ান
নেতার ব্যক্তিগত জীবনও তুলে ধরা হবে ওই ছবিতে, এমনটাই জানাচ্ছেন ভোজপুরী অভিনেতা যশ কুমার।
লালুর নামভূমিকায় দেখা যাবে তাঁকেই। লালুর স্ত্রী রাবড়ি দেবীর ভূমিকায় অভিনয় করতে
দেখা যাবে স্মৃতি সিংহকে। বিহার এবং গুজরাতের বিভিন্ন জায়গায় ওই ছবির শুটিং হবে
বলে জানা গিয়েছে। লালুপ্রসাদের দলের নাম রাষ্ট্রীয় জনতা দল (RJD), যার প্রতীক হল লণ্ঠন। প্রতীকী চিহ্নের সঙ্গে সামঞ্জস্য রেখেই ছবির নাম
রাখা হয়েছে, ‘ল্যানটার্ন’। ছবি— ফাইল
click and follow Indiaherald WhatsApp channel