দেশের অবস্থা যে জায়গায় রয়েছে সেখানে এশিয়া কাপ আয়োজন করা কতটা সম্ভব তাদের পক্ষে? ২৭ অগস্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। ২৭ জুলাইয়ের মধ্যে তাদের জানিয়ে দিতে হবে আদৌ সে দেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কি না। শ্রীলঙ্কায় রোজকার জীবনে প্রয়োজনীয় জিনিসের দাম অত্যাধিক বেড়ে গিয়েছে। তেলের দামও বেড়ে গিয়েছে প্রচুর। সাধারণ মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। অর্জুন রণতুঙ্গা, সনৎ জয়সূর্যের মতো ক্রিকেটার রাস্তায় নেমে প্রতিবাদে যোগ দিচ্ছেন। এমন অবস্থাতেও সে দেশে এশিয়া কাপ আয়োজন করা নিয়ে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা।

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই রবিবার শুরুটাও করলেন উমরান মালিক (Umran Malik)। 'শ্রীনগর এক্সপ্রেস'-এর (Srinagar Express) আগুনে পেসের দাপটে ১৫১ রানে গুটিয়ে গেল পঞ্জাব কিংসের (Punjab Kings) ইনিংস। ২৮ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি শেষ ওভারে মেডেন দিয়ে ফের ক্রিকেট পন্ডিতদের সমীহ আদায় করে নিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) এই তরুণ জোরে বোলার। এরমধ্যে ২০তম ওভারে তিন উইকেট নিলেন উমরান। কাশ্মীরের পরিবেশ থেকে মুম্বইয়ের গরমে পারফর্ম করা কতটা কঠিন? নজরকাড়া উমরান বলেন, "সত্যি বলতে মুম্বইয়ের গরমের সঙ্গে মানিয়ে নিতে শুরুতে একটু সময় লেগেছিল। এই সময় জম্মুতেও তাপমাত্রা ৪৭-৪৮ ডিগ্রির মতো হয়ে যায়। তাই আমার সমস্যা হয়নি। তাছাড়া এই গরমের ব্যাপারটা মাথায় না রেখে আমি শুধু লাইন ও লেন্থের উপর জোর দিয়েছিলাম। নিজের পেস বজায় রেখে উইকেটের সোজাসুজি বল রাখতে চেয়েছিলাম। আর এতেই এল সাফল্য।"

మరింత సమాచారం తెలుసుకోండి: