অন্যদিকে, বিরাট কোহালিদের ভক্ত রয়েছেন জো রুটদের দলেও, অভিজ্ঞ ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডের এমনই মত। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জয় শুধু যে ভারতীয়দের আনন্দ দিয়েছে এমন নয়, বিশ্ব ক্রিকেটের অনেকেই খুশি হয়েছেন এই জয়ে। বিরাট কোহালিকে অন্যতম ‘সেরা ব্যাটসম্যান’ বললেন ব্রড। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত। ব্রডের মতে যোগ্য দল হিসেবেই শীর্ষে রয়েছেন বিরাটরা। তিনি লেখেন, ‘ওরা শীর্ষে থাকার যোগ্য। তবে এবার ওদের শত্রু আমরা, আর ভক্ত নই। ওরা অপ্রতিরোধ্য নয়’। ব্রডের দেখা অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট। তিনি লেখেন, ‘আমার দেখা অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট। আমাদের শক্তি অনুযায়ী লড়তে হবে। আমাদের দলে এমন ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডার রয়েছে, যারা বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা দশে রয়েছে। ভারত দারুণ দল, তবে ওদের হারানো সম্ভব’। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারত। একটি ম্যাচ হেরে গেলে বাকি ৩টি ম্যাচে জিততে হবে ভারতকে। ফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে জিততে হবে।
click and follow Indiaherald WhatsApp channel