মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত ধর্মেশ পারমার (Dharmesh Parmar) ওরফে র‌্যাপার এমসি তোড় ফোড় (MC Tod Fod)। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন 'গালি বয়' ('Gully Boy') অভিনেতা রণবীর সিংহ এবং সিদ্ধান্ত চতুর্বেদী (Ranveer Singh and Siddhant Chaturvedi)। মাত্র ২৪ বছর বয়সে মারা গেলেন ধর্মেশ। মুম্বইয়ের 'স্ট্রিট র‌্যাপার' এমসি তোড় ফোড় তাঁর গুজরাতি ভাষায় র‌্যাপের লিরিক্সের জন্য বিখ্যাত ছিলেন। র‌্যাপ সঙ্গীত ও র‌্যাপারদের নিয়ে তৈরি জনপ্রিয় ছবি 'গালি বয়'-এর অন্যতম সাউন্ডট্র্যাক আর্টিস্টও ছিলেন তিনি।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জোয়া আখতারের ‘গালি বয়’ ছবির ‘ইন্ডিয়া ৯১’ গানে র‍্যাপ করেছিলেন এমসি। সেই সূত্রেই ছবির শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। ২৪-এর তরুণের অকাল প্রয়াণে মন খারাপ তাঁর সহকর্মীদের। ইনস্টাগ্রাম স্টোরিতে এমসির একটি ছবি দিয়েছেন রণবীর। শোক প্রকাশে কোনও শব্দ ব্যয় না করে জুড়ে দিয়েছেন একটি ভাঙা হৃদয়ের চিহ্ন। মন ভাল নেই সিদ্ধান্ত চতুর্বেদীরও। প্রয়াত র‍্যাপারের সঙ্গে কথোপকথনে একটি স্ক্রিনশট পোস্ট করেন তিনি। এমসি- উদ্দেশে লেখেন, ‘ভাল থেকো ভাই।’ এমসি-র চলে যাওয়া মেনে নিতে পারছেন না জোয়া আখতার। স্তম্ভিত পরিচালক লিখেছেন, “খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি। আমার সৌভাগ্য যে আমাদের দেখা হয়েছিল। তোমার আত্মার শান্তি কামনা করি।” এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বলা হচ্ছে র‌্যাপার ধর্মেশ পারমারের মৃত্যুর কারণের খোঁজ চলছে। গোটা ঘটনার তদন্ত চলছে বর্তমানে।

మరింత సమాచారం తెలుసుకోండి: