বলিউডে নবাগতাদের মধ্যে অন্যতম মুথ তিনি। প্রথম ছবিতে তাঁর অভিনয় দর্শকের মনে
আলাদা জায়গা করে নিয়েছে। বলিউডের কেউ কেউ বলেছেন, এটা যে জাহ্নবীর প্রথম ছবি তা
অভিনয় দেখে বোঝাই যায়নি। বাবা বনি কাপুরের প্রযোজনায় বম্বে গার্ল ছবিতে অভিনয় করতে
দেখা যাবে শ্রীদেবী কন্যাকে। তবে সবসময় তিনি চর্চায় থাকেন। কখনও নিজের গাড়ির চালকের
থেকে টাকা নিয়ে পথ শিশুর থেকে বই কেনা, বা কখনও পথ শিশুকে খাবার দেওয়া। আবার
ট্রোলেরও শিকার হন বেশ। এবার একেবারে অনয কারণে খবরে এলেন জাহ্নবী কাপুর। আলোকচিত্রীদের
উদ্দেশ্য তিনি আর্জি জানান, পথ শিশুদের সাহায্যের সময় দয়া করে ক্যামেরা
বন্ধ করুন। কোনও শিশুকে সাহায্যের সময় এভাবে ক্যামেরার ফ্ল্যাশে তার ছবি উঠে আসা
মোটেই ভাল জিনিস নয়। তার বড় অদ্ভুত লাগে। পাপারাতজির কাছে এবার এমনই আর্জি জানান
জাহ্নবী কাপুর।
click and follow Indiaherald WhatsApp channel