কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্ট এককথায় জমে গেল। দ্বিতীয় দিনে কোনও উইকেট না হারিয়ে ১২৯ রান করায় নিউজিল্যান্ড অবশ্যই অ্যাডভান্টেজে ছিল। তবে তৃতীয় দিনে ২৯৬ রানে অলআউট হয়ে যায় কিউইরা। অক্ষর প্যাটেল ৫ উইকেট নেন, অশ্বিন ৩, জাদেজা এবং উমেশ ১টি করে উইকেট নেন। আর দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ১৪ রানে বোর্ড তুলেছে। সবমিলিয়ে ৬৩ রানের লিড ভারতের। ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পূজারা।

অন্যদিকে, ২০১০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের আগে ভিভিএস লক্ষ্মণ চোট থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি। রোহিত শর্মা ম্যাচের দিন সকালে ফুটবল খেলতে গিয়ে চোট পান। যেহেতু ওই সময়ের মধ্যে নতুন কোনও ব্যাটসম্যানকে দলে ঢোকানো সম্ভব ছিল না, ভারতের টেস্ট দলে সুযোগ পেয়ে যান ঋদ্ধিমান সাহা। লক্ষ্ণণ-রোহিতের চোটে চিচিং ফাঁকের মতো ঋদ্ধির সামনে টেস্ট দলের দরজা খুলে গিয়েছিল। একের পর সেই চোটই এখন জাতীয় দলে ঋদ্ধির দরজা চিচিং বন্ধ করে দিতে চলেছে। ঋদ্ধির চোটের তালিকায় নতুন সংযোজন ঘাড়ের চোট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টের তৃতীয় দিন, শনিবার হঠাৎ দেখা যায় ঋদ্ধি নেই। তার বদলে কিপিং করতে নেমেছেন শ্রীকর ভরত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানায়, ‘ঘাড়ে ব্যথা হয়েছে ঋদ্ধিমানের। বোর্ডের মেডিক্যাল দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তাঁর চিকিৎসা চলছে। তাঁর বদলে কিপিং করবেন ভরত।’


మరింత సమాచారం తెలుసుకోండి: